রাজধানীর গুলশান-১ এ ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) মার্কেটের অধিকাংশ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পুড়েছে মালামালও। যে মালামাল উদ্ধার করা গেছে সেগুলোর ঠাঁই হয়েছে রাস্তায়।
গুলশান-১ গোলচত্বর ও আশপাশের রাস্তার যেখানে-সেখানে রাখা হয়েছে দামি চেয়ার, টেবিল, খাট, ড্রেসিং টেবিল, সোফা, আলমারি, ডাইনিং টেবিল, ডিনার অগান, দরজা-জানালার পর্দা, ফোম, ম্যাট্রেসসহ গৃহ সজ্জার সরঞ্জাম।
এছাড়া শিশুখাদ্য, টিস্যু, কসমেটিকস, ঝাড়বাতি, এসি, পোশাক, শো-পিস, ফিটিংস, পারফিউম, বিদেশি চকলেট, তেলের কন্টেইনার, জার, টেলিভিশনের মতো মূল্যবান মালামাল রাস্তার আইল্যান্ডের ওপর অবিন্যস্ত অবস্থায় রাখা হয়েছে।
রাস্তায় মালপত্র স্তূপ করে রাখায় গুলশান-১ গোলচত্বর থেকে হাতিরঝিল-তেজগাঁও অভিমুখী সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। দোকানদারদের মালামালের নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ সেখানে অবস্থান করছেন।
কে/এইচটি/জেএইচ